খন্দকার আবুল বসার
বসার স্যার
বি এস সি(সম্মান) এমএস সি (গণিত) বি সিএস (সাধারণ শিক্ষা) ২৭ তম বি সিএস সহকারী অধ্যাপক, গণিত বিভাগ
বি সি এস শিক্ষা, ২৭ তম বিসিএস
Biography
বাসার স্যার
খন্দকার আবুল বসার ১৯৭৭ সালের ৫ মার্চ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত বেথুরি গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা সরকারি চাকুরীজীবী হওয়ায় শৈশবকাল থেকে পিতার সাথেই থেকেছেন এবং তিনি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। তিনি ১৯৯২ সালে হালসা মধ্যমিক বিদ্যালয় (কুষ্টিয়া) হতে এস এস সি এবং ১৯৯৪ সালে কুষ্টিয়া সরকারি কলেজ হতে এইস এস সি পাশ করেন।উভয় পরীক্ষায় তিনি গণিত লেটার মার্কস সহ প্রথম বিভাগে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ২০০০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে গণিতে স্নাতক (সম্মান) ডিগ্রী এবং ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় হতে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০২ সালে ঢাকার একটি প্রাইভেট কলেজে (CODA) শিক্ষক হিসেবে তার কর্ম জীবন শুরু করেন। ২০০৬ সালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পান। এখানে তিনি প্রায় দুই বছর চাকরি করেন। ২০০৭ সালে তিনি ২৭ তম বিসিএস এ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে চাকরি পান । ২০০৮ সালে তিনি সরকারি জসীমউদ্দীন কাজী আব্দুল গনি কলেজ লালমনিরহাটে যোগদান করেন। অতঃপর 2010 সালে তিনি সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জের গণিত বিভাগে যোগদান করেন। এই সময়ে তিনি নিজ গৃহে অসংখ্য মেধাবী চাকুরী প্রার্থীকে গাণিতিক যুক্তি কোর্স করিয়েছেন। এই ১৪ বছরে প্রায় হাজারখানেক ক্যাডার তার শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে এসেছে। বর্তমানে তিনি সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ এর গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। Basher’s Hypothesis এবং Basher’s Competitive Basic Math Zone বইটি তার দীর্ঘ ৮ বছরের গবেষণার ফল।